Logo

আন্তর্জাতিক    >>   বাশার আল-আসাদের আশ্রয় পুতিন নিজেই অনুমোদন করেছেন: ক্রেমলিন

বাশার আল-আসাদের আশ্রয় পুতিন নিজেই অনুমোদন করেছেন: ক্রেমলিন

বাশার আল-আসাদের আশ্রয় পুতিন নিজেই অনুমোদন করেছেন: ক্রেমলিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাশার আল-আসাদকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন করেছেন, ক্রেমলিন নিশ্চিত করেছে। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান। রোববার দামেস্কের পতনের পর বাশার আল-আসাদ এবং তাঁর পরিবার রাশিয়ায় পৌঁছেছে বলে জানা গেছে।

ক্রেমলিনের মুখপাত্র জানান, পুতিনের দিনের কর্মসূচিতে বাশারের সঙ্গে বৈঠকের কোনো কর্মসূচি ছিল না এবং তিনি বাশারের অবস্থান সম্পর্কে কিছু বলতে অস্বীকৃতি জানান। এর আগে এএফপির খবরে বলা হয়েছিল, আসাদ রাশিয়ায় আছেন কি না তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে ক্রেমলিন। তবে আরটি জানিয়েছে, বাশারের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে পেসকভ বলেন, ‘রাষ্ট্রপ্রধানের অনুমতি ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।’

মিখাইল উলিয়ানভ সোমবার জানিয়েছেন, বাশার ও তাঁর পরিবার মস্কোতে অবস্থান করছেন। রাশিয়া তার বন্ধুদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে সংঘাতময় পরিস্থিতিতে তাদের প্রতি তার অবস্থান ধরে রেখেছে। এই সিদ্ধান্তে সিরিয়ায় রাশিয়ার কৌশলগত ঘাঁটিগুলোর ভবিষ্যত কী হবে, তা এখনো জানা যায়নি। পেসকভ বলেন, ‘অস্থিরতা চলাকালীন এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছু করছি।’

এই পরিস্থিতিতে রাশিয়া তাঁর মিত্রদের পাশে থাকবে বলে জানান পেসকভ, যারা এখন সিরিয়ায় ক্ষমতায় যাবে, তাদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করা হবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert